কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় দক্ষিণ মঠবাড়ী প্রতাপস্বরণী স্কুল সংলগ্ন ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ও স্কুলের ভবন সরেজমিনে পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ^াস দিয়েছেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি সোমবার বিকেলে মহারাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিভিন্ন ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট পরিদর্শন শেষে উক্ত স্কুল মাঠে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় একথা জানান। তিনি বলেন, ২০০৯ সালে ২৫ মে আইলায় এই গ্রামের পবনা খালের গোড়ায় ওয়াপদার বেঁড়িবাঁধ ভেঙ্গে দীর্ঘ ২ বছর জোয়ার ভাটার স্্েরাতে সকল রাস্তাঘাট ভেঙ্গে খাল সৃষ্টি হয়। আজও এলাকার মানুষ খেয়া পারাপারে চলাচল করে। এছাড়া স্কুলের ভবন সহ স্কুল মাঠ খালে রুপান্তরিত হয়। যে কারনে এই এলাকার মানুষ এবং কোমলমতি স্কুলগামী ছাত্রছাত্রীরা জীবনের ঝুকি নিয়ে খেয়া নৌকায় পার হয়ে স্কুলে আসা যাওয়া করে। সংসদ সদস্য দীর্ঘ সময় ধরে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ মঠবাড়ী গ্রামের একাধিক রাস্তাঘাট পরিদর্শন এবং স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাসরুম সহ অন্যান্য বিষয় স্থানীয়দের মাধ্যমে অবগত হন। তিনি সোমবার পড়ন্ত বিকেলে অত্র এলাকার জনসাধারণ ও প্রতাপ স্বরনী মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে শেষে দ্রুত স্কুলের ভবন সহ রাস্তাঘাট নির্মানের আশ^াস দেন। সভায় স্থানীয় মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুলাহ আল মাহমুদ, ইউপি সদস্য আবু সাইদ ও সীমারানী উক্ত মত বিনিময় সভার আয়োজন করেন। সভায় ইউপি চেয়ারম্যান তার ইউনিয়নের উক্ত ৩নং ওয়ার্ডের ৩ টি গুরুত্বপূর্ণ সমস্যার কথা সংসদ সদস্যকে অবগত করেন। তিনি স্কুলের সামনে খালের উপর ব্রিজ নির্মাণ, স্কুলের মাঠে একটি সাইক্লোন শেল্টার এবং আশে পাশের সকল রাস্তাঘাট নির্মাণের জন্য জোর দাবী জানান। সভায় কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বিপিএম, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি, আ’লীগ নেতা জাফরুল ইসলাম পাড়, এসএম হারুন অর রশিদ, সুজিৎ কুমার রায়, খায়রুল আলম, এসএম জিয়াদ আলী, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম টিংকু, আমিনুল হক বাদল, ইউপি সদস্য লুৎফর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা রকিব, আকতারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।