জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাজার তদারকি অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণ করায় সত্যরঞ্জন মিষ্টান্নকে পাঁচ হাজার টাকা, ভাই ভাই মিষ্টান্নকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ন ঔষধ রাখায় সুদিপ্ত ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন দোকান তদারকি করা হয়। এ অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণের জন্য নিদের্শনা প্রদান করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।-তথ্য বিবরণী