এম এম নুর আলম, প্রভাষক শিবপদ সরকার \ আশাশুনি উপজেলার বড়দল কলেজিয়েট স্কুলে আইন শৃংখলা রোধ ও নৈতিকতা বিষয়ক ক্লাস পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে স্কুল হল রুমে এ ক্লাস পরিচালনা করা হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করেন। কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ডঃ শিহাবুদ্দিনের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা সহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাস পরিচালনাকালে ওসি মমিনুল ইসলাম (পিপিএম) তার বক্তব্যে বলেন, অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব। আমরা আলাহ প্রদত্ব ব্রেনের ৭% এর বেশি ব্যবহার করিনা। সবার মেধা আছে। বিশ্বাস, সাহস ও চেষ্টা না থাকলে মেধার বিকাশ ঘটেনা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের বয়সের এ সময়টাই জীবন গড়ে তোলার সময়। বাল্য বিবাহের কুফল সম্পর্কে তোমাদেরকে ভালভাবে জানতে হবে। অল্প বয়সে বিয়ে হলে সংসার টেকেনা। সন্তান নেওয়া হলে মা ও সন্তানের শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে থাকে। অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। পিতা-মাতা, শিক্ষকদের কথা মানতে হবে। তোমরা এমন কাজ করবে না, যা শুনলে মানুষ ঘৃণা করে। তোমাদের কাজের জন্য পিতা-মাতা, শিক্ষকদের মাথা নিচু হয়ে যায় তেমন কাজ কখনোই করার চিন্তা মাথায় আনবে না। এছাড়াও তিনি কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে থানাকে অবহিত করার আহবান জানান।