বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ৫ টি ইউনিয়নে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল ১১ডিসেম্বর শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর স্বাক্ষরিত পত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম গোলাম মোহাম্মদ কাদের এমপি’র হাতকে শক্তিশালী করার লক্ষে শ্যামনগর উপজেলার ৫টি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্তি করে আগামী দুই বছরের জন্য ১নং ভুরুলিয়া, ২নং কাশিমাড়ী, ৬নং রমজাননগর, ৭নং মুন্সিগঞ্জ ও ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ভুরুলিয়া ইউনিয়নের সভাপতি জিএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন বাবলা ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম গাজী। কাশিমাড়ী ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর কবির (লাকি), সাধারণ সম্পাদক জি এম আনিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন গাজী। রমজাননগর ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান (নাছিম)। মুন্সিগঞ্জ ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জি এম নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম ও ঈশ্বরীপুর ইউনিয়নের সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক জি এম আদম আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হান্নান মোল্যা। সহ স্ব স্ব ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি সদস্যবৃন্দ।