শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

শ্যামনগর উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও ১২ টি ইউনিয়ন সভাপতি সম্পাদকবৃন্দের উপস্থিতিতে বর্ধিত সভায় উপজেলা আ’লীগের সভাপতি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, গীতা থেকে পাঠ করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল। পরবর্তীতে উপজেলা আ’লীগের উপদেষ্টা মোঃ আফতাব উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য স্বরজিৎ মন্ডল আকস্মিক মৃত্যুবরন করায় সভার প্রারম্ভে তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরাবতা পালন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান অসিম কুমার মৃধা, স ম আব্দুস সাত্তার, মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী, অসিম জোয়ারদার, সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল। সভায় বক্তারা বলেন, আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আ’লীগের ২২ তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দশম বারের মতো সভাপতি হিসেবে দেখতে চাই। প্রিয় প্রধানমন্ত্রী আ’লীগকে এশিয়া মহাদেশের অন্যতম একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত করেছেন। আ’লীগের নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। তাই শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। এসময় কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ দুহাত তুলে জননেত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং দশমবারের মতো তাকে সভাপতি হিসেবে পেতে একমত পোষণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তাকে নির্বাচিত করার জন্য সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com