স্টাফ রিপোর্টার \ বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে যুবলীগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এক সমাবেশে মিলিত হন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ জুলফিকার রহমান উজ্জল, শ্যামনগর উপজেলার সাবেক যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধাঃ সম্পাদক নাজমুল হুদা পলাশ, পৌর যুবলীগের নেতা আলামীন, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সাধাঃ সম্পাদক ও ইউপি সদস্য মঈনুর ইসলাম, ইউপি সদস্য লুৎফর রহমান, শামসুর রহমান, ফজর আলী, যুবনেতা এসএম আশরাফুল ইসলাম সহ বিপুল সংখ্যক যুবলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা।