এফএনএস বিদেশ : লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এক আইরিশ সেনা নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে রাজধানী বৈরুতে সাঁজোয়া যান হামলার শিকার হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর (ইউএনআইএফআইএল) একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তার অস্ত্রোপচার হয়েছে। অপর দুইজন সামান্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। তদন্ত শুরু করেছে প্রশাসন। আইরিশ প্রতিরক্ষা বাহিনী তাদের নিজস্ব সেনাদের মৃত্যুর জন্য একটি বিবৃতিতে শোক প্রকাশ করেছে। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার বিষয়ে গতকাল বৃহস্পতিবার আইরিশ প্রতিরক্ষামন্ত্রী সাইমন কভেনি জাতিসংঘের মহাসচিব গুতেরেসের সঙ্গে দেখা করবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে তিনি নিউইয়র্কে রয়েছেন।