পাটকেলঘাটা প্রতিনিধি \ তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মাগুরা ক্ষত্রিয়পাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারাত পুষ্প মাল্য অর্পন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ’লীগের বারবার নির্বাচিত সভাপতি শেখ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু সহ তালা উপজেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সর্বপ্রথম শহীদ স্মৃতি ফলক ৩ মুক্তিযোদ্ধার কবরে পুষ্পমাল্য অর্পন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালা উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ময়নুল ইসলাম।