প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগরে ম্যানগ্রোভ প্লান্টিশন পরিদর্শন করেছে বিদেশি পর্যটক। বুধবার বেলা সাড়ে ৪টায় প্রতাপনগর পূর্ব নাকনায় ফ্রেন্ডশিফের ম্যানগ্রোভ প্লানটিশন স্থানের বনায়ন কর্মসূচি পরিদর্শন আসেন বিদেশি পর্যটক বৃন্দ। পর্যটকদের মধ্যে ছিলেন এশিয়া পেসিপিস হেড কনভারসেশনে ইন্টারনেট ইউ এস সিঙ্গাপুরের বিসহারডজিউ, বোভ মেম্বার ইউকে আরেরিকার জাসনকানাউব ইউ আর হো প্রাইজ, ইন্ডিয়া বেলিপাড়া ফাইন্ডেশনের সিইও সাউরাভ মাল হো টেরা, ইনটারন্যাল ইউ এস গ্লোবিল ইসটাগীলেড কনভারসেশনের বিথানী হাইলিস, টিবি ইন্ডিয়া ফাউন্ডেশন এন্ড সি ই ও টামসেল হোসাইন, ফ্রেন্ডশীফ ক্লাইমেট সিনিয়র ডাইরেক্টর হেড ইসটাজি প্লান এন্ড ক্লাইমেন্ট একশানের কাজী ইমদাদুল, ক্লাইমেন্ট কোঃ অডিনেটর ম্যানেজার আসাদুজ্জামান, রিজিওনাল কোঃ অডিনেটর ইউনুচ আলী, জেনারেল ম্যানেজার এনামুল হক। ফ্রেন্ডশীফের ম্যানগ্রোভ বনায়ন প্লানটিশন আম্ফান ইয়াস ঝড়ে বিধ্বস্ত উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের নদীর বাঁধ রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক ভূমিকা বহন করে চলেছে। ভবিষ্যতে চলমান এ বনায়ন কর্মসূচি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়ক হবে। ফ্রেন্ডশীফের কার্যক্রম কে খুবই প্রসংসনীয় কাজ বলে অভিমত প্রকাশ করেন বিদেশি পর্যটক অতিথি বৃন্দ। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী বিদেশী পর্যটক আগমনে ধন্যবাদ জানান এবং আম্ফান ইয়াস ঝড়ে বিধ্বস্ত প্রতাপনগর পুনঃ গঠন উন্নয়নে সহযোগিতা কামনা করেন।