স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির এবং বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা গতকাল সকাল ১০টায় ইসলামীক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: জেলা ম্যাজিষ্ট্রেট শেখ মাঈনুল ইসলাম মাঈন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়া অফিসার বীর মুক্তিযোদ্ধা জিলুর করিম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান, পবিত্র কুরআন তেলওয়াত করেন মাস্টার ট্রেনার আবুল কালাম। এসময় বিভিন্ন মসজিদের ইমাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড সুপার ভাইজার মোঃ আছাফুলাহ।