স্টাফ রিপোর্টার ঃ কলারোয়া সরকারী কলেজ সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিকের পিতা মো: ইমাম আলী আর নেই। শ্যামনগর সদরের মাহমুদপুর গ্রামের বাসিন্দা প্রাক্তন শিক্ষক ইমাম আলী। গতকাল রাত ৮টায় নিজস্ব বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিলাহি……….রাজিউন)। এলাকার অতি পরিচিত মুখ বংশিপুর মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষকের মৃত্যু খবর চারিদিকে ছড়িয়ে পড়লে প্রিয় মুখটি এক নজর দেখার জন্য বাড়ীতে ছুটে আসেন। তার বয়স ৯০ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা আত্মীয় স্বজন, সুভাকাংখী সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জুম্মা জাদবপুর ঈদগাহে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারীক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। জানাযায় সকলের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আহŸান করেছেন।