আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার জোহর বাদ ফকরাবার ঈদগাহ মাঠে গার্ড অফ অর্নার প্রদান করেন থানা পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম। গার্ড অফ অর্নার শেষে একই মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। ফকরাবাদ গ্রামের মৃত আছির উদ্দিন সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদার (৭৫) দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাত ১টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিলাহি …. রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ বহু গুণগ্রহী রেখে গেছেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের পিতা মোক্তার হোসেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, শাহাবুদ্দিন বিশ্বাস সহ মুক্তিযোদ্ধা বৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।