শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

শ্যামনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে ৪৪ তম বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর সোমবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত¡াবধানে উপজেলার মডার্ন স্কুল চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলায় অংশগ্রহণকারী ১২টি স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং স্টলের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনা বিষয়ে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ্জ-জামান সাইদ, উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। উক্ত মেলায় স্টলের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনা বিষয়ে বিচারক হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম। মেলায় স্টলের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনা বিষয়ে প্রথম স্থান অধিকার করেন আটুলিয়া আঃ কাদের স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com