দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ, উপস্থিত ছিলেন আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, প্রাক্তন ডেপুটি কমান্ডার আলহাজ্ব ইয়াছিন আলী, পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, সমাজসেবা অধির কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা সোলাইমান, চেয়ারম্যান আসাদুল হক, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাইফুল ইসলাম, আঃ মতিন বকুল, আলমগীর হোসেন সাহেব আলী প্রমুখ। সভায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।