কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় জিওবি ইউনিসেফ প্রকল্পের আওতায় আয়োজনে আর্সেনিক ঝুঁকি নিরসণে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইপিআরসির’র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা উপস্থিত ছিলেন ইউনিসেপের প্রতিনিধি ওয়াস অফিসার নাহিদ মাহমুদ, নির্বাহী কর্মকর্তা সুফিয়া খানম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু,আরিফ হোসেন, মাজারুল ইসলাম, শাহাজাহান আলী, মাও. হাবিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা রকুনুজ্জামান, সাংবাদিক কে এম আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান এম এ কালাম, সাঈদ গাজি, মোয়াজ্জেম হোসেন, শেখ সোহেল রানা, লুৎফর রহমান, আহসান কবীর, ইউপি মেম্বর কাজল, মনোয়ারা খাতুন প্রমুখ।