বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্ট ১ম রাউন্ডের ২য় খেলায় হাজিরপুর জয়ী আশাশুনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২ বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধর মৃত্যু তালার প্রকৌশলী ও ঠিকাদার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! সাতক্ষীরায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ফল প্রকাশ প্রতাপনগরে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত \ শতাধিক হাঁস মুরগীর মৃত্যু নূরনগরে অবৈধ বালি উত্তোলনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ আশাশুনির বড়দলে বিনা চাষে সরিষা আবাদে সাফল্য

থেমে নেই কাতার বিশ্বকাপ উন্মাদনা \ বিশ্বের সব প্রান্তে জয় স্রোত \ মেসিরা দেশের মাটিতে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

দৃষ্টিপাত রিপোর্ট \ বিশ্বকাপের সেরা ফাইনাল খেলাই উপভোগ করলো বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীরা। ১৯৩০ সালে বিশ্বকাপের আসর বসার পর হতে দীর্ঘ পথ পরিক্রমায় এবারের কাতার বিশ্বকাপ সত্যিকার অর্থে বিস্ময়কর, রোমাঞ্চকর, উৎকণ্ঠার ফাইনাল উপহার দিলো। অতি আলোক উজ্জ্বল বিশ্বকাপের ফাইনালে কেবল মেসির আর্জেন্টিনা জয় পাইনি, জয় হয়েছে বিশ্ব্কাপ ফুটবলের, জয় পেয়েছে বিশ্বের শত শত কোটি মানুষের আর্শীবাদ পুষ্ট, স্বপ্নের জাদুকর, ফুটবলের যুবরাজ মেসি। বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের তালিকায় মেসির নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে অনেক আগেই। মেসির অপূর্ণতা, অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ ফুটবলের ট্রফি, কিন্তু বাস্তবতা হলো সেই স্বপ্নের বিশ্বকাপ মেসির আর্জেন্টিনার ঘরে। সত্যিকার অর্থে বিশ্বকাপ ট্রফি ন্যায় বিচার দিয়েছে। আর্জেন্টিনার প্রবাদ পুরুষ, ফুটবলের কিংবদন্তী ম্যারোডোনা পৃথিবীতে নেই। কিন্তু তার দেশ আর্জেন্টিনা বিশ্বের সব প্রান্তে তার সুবাতাস বইছে। আর্জেন্টিনার জয়স্রোতে কেবল আর্জেন্টিনাই করছে তা নয়, হাজার হাজার মাইল দুরের লাল সবুজের বাংলাদেশও বইছে আনন্দের বন্যা। বিশ্ব মিডিয়াতেও তাই বাংলাদেশের নামটি জোরে সোরে আলোচিত হচ্ছে। রাজধানী ঢাকা হতে শুরু করে সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে বিশ্বকাপ ফুটবলের জয়ধ্বনি। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, মরক্কো, ক্রোয়েশিয়া সব দলেরই সমর্থকরা নিজ নিজ দলের জয় চেয়েছে। কোন কোন এলাকায় রীতিমত ব্রাজিল আর আর্জেন্টিনা দলের সমর্থকদের মুখোমুখি, হে হট্টোগোল পর্যন্ত হয়েছে। বড় পর্দায় খেলা উপভোগ, নিজ দলের সমর্থকদের নিয়ে পিকনিক বিজয় মিছিল, পটকা বাজির উৎসব সবই ছিল মোহময় কাতার বিশ্বকাপের উত্তেজনায়। মরুভূমির দেশ কাতার বিশ্বকাপের আয়োজন করবে এমন প্রশ্নটি বারবার ঘুর পাক খেলেও শেষ হাসি হেসেছে কাতার। সফল এবং স্বার্থক আয়োজক হিসেবে নিজেকে প্রমানীত ও প্রতিষ্ঠিত করেছে আরব বিশ্বের তেল সমৃদ্ধ ধনী দেশটি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয় হলেও ফ্রান্সের পরাজয় সত্যিকার অর্থে গর্বের। শেষ পর্যন্ত লড়াই চালিয়েছে ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স হেরেও প্রমান করেছে তারা শক্তিতে কোন ভাবেই কম নয়। মেসি বাহিনী বর্তমানে নিজ দেশ আর্জেন্টিনায় দোহা হয়ে রোম তারপর বিজয়ী বেশে মেসিরা দেশটির রাজধানীতে যখন নামেন তখন হাজার হাজার আনন্দিত মানুষ অভিবাদন জানায়। জয়স্রোতে ভাসে সমগ্র আর্জেন্টিনা। তারা তাদের বীর সন্তানদের বরন করেন, শেষ কথা ২০২২ এর কাতার বিশ্বকাপ মনে রাখবে বিশ্ববাসি এবং বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com