বিশেষ প্রতিনিধি \ শ্যামনগরে উপজেলার বুড়িগোয়ালিনী আবাদচন্ডিপুর ছিদ্দীকিয়া আমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানা ও লিলাহ বোডিং এর ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিমহল সহ এলাকাবাসীর উপস্থিতিতে উক্ত মাদ্রাসা লিলাহ বোডিং ও এতিম খানার ছাদ ঢালাই উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবু ইয়াহিয়া মোর্তজা মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছাদ ঢালাই উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, মাদ্রাসায় ৭০ জন এতিম শিশু কোরআন শিক্ষা গ্রহন করছে, তাদের দেখার দায়িত্ব সমাজের সকলের। আমরা যার যার স্থানে থেকে এসকল হাফেজ শিশুদের যাবতীয় দায়িত্ব নিয়ে তাদের লেখা পড়ার সুযোগ সৃষ্টি করা, এই হোক আমাদের নৈতিক দায়িত্ব। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাংবাদিক আলমগীর সিদ্দিকী, ইউপি সদস্য গাজী আবিদ হাসান, মাদ্রাসা নির্বাহী কমিটির সম্পাদক মাওঃ হারুনর রশিদ, উপদেষ্টা আশরাফুজ্জামান মন্টু, মাওঃ মোকলেছুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ হজরত আলী।