বিশেষ প্রতিনিধি \ বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ আশাশুনি উপজেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় বুধহাটা বাজার কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। আহলে হাদীছ যুব সংঘ উপজেলা শাখার সভাপতি মাওঃ জি এম ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় হাবাসপুর আহলে হাদীছ জামে মসজিদ (১নং) ইমাম খলিলুর রহমান, যুব সংঘের অর্থ সম্পাদক মাওঃ রুস্তম আলি, সাধারণ সম্পাদক হাফেজ রাজু আহমেদ, এলাকা যুব সংঘের মাহফুজুর রহমান, উপজেলা দফতর সম্পাদক আল আমীনসহ দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দারুল হাদীছ আহমাদিয়া সালাফিয়ার ছাত্র আব্দুলাহ আল নুমানী। সভাশেষে বুধহাটা বাজারের ব্যবসায়ীদের মাঝে যুব সংঘের ২০২৩ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়।