বিলাল হুসাইন নগরঘাটা থেকে : আধুনিক পন্যের পর্যাপ্ত বাজারজাত করণে হারিয়ে যেতে বসেছে প্রাচীন কলের ঐতিহ্য হস্ত শিল্প। বাপ দাদার এ শিল্প ধরে রাখাতে রিতিমত হিমশিম খেতে হচ্ছে তাদের। তাই না পারছে বাপ দাদার এ শিল্প ধরে রাখতে না পারছে ছেড়ে দিতে। একসময় গ্রাম অঞ্চলে এক সময় এ শিল্পের প্রচলন ছিল অনেক বেশী। কিন্ত বর্তমানে প্লাষ্টিক ও এলুমিনিয়ামের আধুনিক পন্যের ভীড়ে হস্ত শিল্প এখন ধ্বংসেব দারপ্রান্তে। এ শিল্পের মধ্যে উলেখযোগ্য পন্য হল ঝুড়ি, ধামা, পাতি,কুলা, টাবরা, চাংগারি, ঠুষি, পেলে, ইত্যাদি। বৈশাখ জৈষ্ঠ্য মাস এলে ধান পরিস্কারের কুলার আওয়াজে শা.শা শব্দে গ্রাম অঞ্চল মুখরিত করে তুলতো। তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজারে সপ্তাহে শনি ও মঙ্গলবার এই দুই দিন ঋষিদের হাতে তৈরি এসব সামগ্রী বিক্রয়ের জন্য লক্ষণীয়ভাবে বসতে দেখা যেত। কিন্তু বর্তমানে আধুনিকতার ছোয়ায় এখন আর আগের মত হস্তশিল্পের কারুকাজ দেখা যায় না। এ সম্পর্কে জানতে অর্জুন দাস দৈনিক দৃষ্টিপাতকে জানান প্ল্যাষ্টিক আর এালোমিয়াম বাজারজাতের কারণে আমাদের এ শিল্পের মান আগের তুলনায় দিন দিন চাহিদা কমে যাচ্ছে ফলে বাপ দাদাদের এ পুরানো পেশা ছেড়ে দিয়ে বেঁচে থাকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে ভিন্ন পেশা বেঁচে নিয়েছে।