বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পূর্বনলতা কদমতলা সংলগ্ন আল ফজর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ২৩ ডিসেম্বর শুক্রবার বাদ আছর হইতে মাদ্রাসা কমিটি ও পূর্বনলতা উত্তরপাড়া আদর্শ যুব কমিটির আয়োজনে ২য় বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ ফজর আলীর মোড়লের সভাপতিত্বে বহু ওলামায়ে কেরামগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূলব্যান বক্তব্য রাখবেন। মাহফিলে হাজির হয়ে দো-জাহানের অশেষ নেকী হাসিল করার জন্য মাহফিল কমিটি সকলকে আহবান জানিয়েছেন।