মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ মথুরেশপুরে আজিমুশ্বান ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বসন্তপুর ও শীতলপুর যুব সংঘের আয়োজনে গতকাল বাদ মাগরিব হইতে গভীর রাত পর্যন্ত বসন্তপুর পূর্বপাড়ায় ২য় বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত হয়। বসন্তপুর বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন ডাঃ মুজিব-রুবি মডেল হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওঃ কামরুল ইসলাম আশেকী, রতনপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ আজমাল হোসেন রায়হান, মসজিদে বেলাল (রাঃ) এর খতিব হাফেজ মাওঃ মোঃ জয়নাল আজেদীন। ওয়াজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে আলেম ওলামায়ে কেরামগণ সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলিরা অংশগ্রহন করেন।