বেনাপোল প্রতিনিধি \ যেখানে সীমান্ত সেখানে পাচার। চোরাচালানীরোধে প্রশাসনের সদস্যরা সজাগ থাকলেও কৌশলে হয় পাচার। সীমান্তের বাগান পথে চোরাচালানকে বলে অবৈধ পথে তবে সীমান্তে ম্ইেন সড়ক দিয়ে পাচার হলে বলা হয় ভিন্ন কথা। যাত্রী বেশে ও আমদানি রফতানির সাথে জড়িতরা সহ ট্রাক ড্রাইভার ও হেলপাররা বিজিবি ও বিএসফের হাতে একাধিক পন্যের চালান নিয়ে ধরা পড়েছে। এবার বিএসএফের জালে কিভাবে ধরা পড়ল সোনাপাচারকারী। কিভাবে হচ্ছে স্বর্ন পাচার। পায়ের চপ্পলের(জুতার)নিচে নিয়ে ভারত পাচারকালে বেনাপোল পেট্টাপোল সীমান্তের জিরো লাইন থেকে ৭পিস স্বর্নের বার জব্দ করেছে বিএসএফ সদস্যরা। বুধবার দুুপুরে স্বর্নের চালানটি জব্দ করেন তারা। বন্দর ও সীমান্তের সংশ্লিষ্ট সুত্রে জানায়,বুধবার দুপুরে বেনাপোল বন্দর থেকে স্বর্ণের চালান নিয়ে বিশষ কায়দার চপ্পল(জুতার মধ্যে লুকিয়ে পায়ে হেটে ভারতে ফিরছিল এক ভারতীয় ট্রাক ড্র্রাইভার। সীমান্তের জিরোলাইন থেকে সন্দেহ ভাজন চালককে আটক করেন পেট্টাপোল ক্যাম্পের বিএসএফ। পরে জার জুতার মধ্য থেকে উদ্ধার হয় ৭টি স্বর্নের বার। এ বিষটি জানিয়েছে সীমান্তের একাধিক সুত্র।