দৃষ্টিপাত রিপোর্ট \ কাতার বিশ্বকাপ শেষ হয়েছে। উন্মাদনার আর উত্তেজনার এই বিশ্বকাপে জয় পেয়েছে মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ হতে হাজার হাজার মাইল দুরের দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ক্রোয়েশিয়া, মরক্কো দুরের বহু দুরের দেশ। কিন্তু দুরের দেশ, দুরের মানুষ কাতার বিশ্বকাপ ফুটবল একাকার করেছে। সবস্রোত মিশেছে বিশ্বকাপ ফুটবলের মৈত্রীতে। আন্তর্জাতিক বিশ্বে বর্তমান সময় গুলোতে আলোচনার কেন্দ্র বিন্দু বিশ্বকাপ ফুটবল। ফুটবলের রাজপুত্র পেলে, ম্যারাডোনা সহ অপরাপর কিংবদন্তী ফুটবলারদের নাম আলোচনায় থেকেই যাচ্ছে। পত্র পত্রিকা গুলো প্রতিদিনই বিশ্বকাপ ফুটবলের জয় পরাজয়ের বিচার বিশ্লেষণ করে সংবাদ প্রকাশ করছে। বাংলাদেশের বাস্তবতায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা দুই মেরুতে অবস্থান করলেও টিম ব্রাজিল বিশ্বকাপের আসর হতে বিদায় নেওয়ার পর তারাও চাইছে কাতার বিশ্বকাপ জয় পাক আর্জেন্টিনা। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ফুটবলের জীবন্ত কিংবদন্তী মেসিকে নিয়ে লিখেই চলেছে। বিশ্বের সব প্রান্তে, সব এলাকাতে মেসির গুন কির্তন। আন্তর্জাতিক ফুটবলের মেসির অর্জন বিশ্লেষন করা হচ্ছে। ব্রাজিলের ফুটবলের জাদুর কথাও ভুলছে না বিশ্লেষকরা। দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর প্রচালিত কথকথা ফুটবলের জাদুকরদের সম্মিলন ব্রাজিল। এবারের বিশ্বকাপে কোন ধরনের অঘটন ঘটেনি, আর বিশ্বকাপের ন্যায় জমকালো বৃহত্তম আসর কোন ভাবেই অঘটনের আসর হতে পারে না। কারন এই আসরে যারা নাম লেখায় তারা সকলেই অনন্য, অসাধারন এবং স্বস্ব যোগ্যতায় পরিপূর্ণ। কাতার বিশ্বকাপের ফাইনালের কথাই বলি, বিশ্বকাপের দীর্ঘ দিনের ইতিহাসের এমন উত্তেজনা পূর্ণ, বৈচিত্রে ভরা আর অদম্য প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচ হইনি, ভাল খেলেই আর্জেন্টিনা শিরোপা অর্জন করেছে পক্ষান্তরে পরাজিত ফ্রান্স কোন ভাবেই দুর্বল দল নয় এবং তাদের পরাজয় অবশ্যই মর্যাদার। এবারের বিশ্বকাপের খেলার বাইরে কিছু অঘটন ঘটেছে যারা বিশ্বকাপের মর্যাদাকে কিছুটা হলেও ম্লান করেছে। ফাইনাল খেলায় ফ্রান্স পরাজিত হওয়ায় দেশটির কয়েকটি শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে যা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীককে ব্যথিত করেছে। বেলজিয়ামের পরাজয় ও অনুরুপ ঘটনা ঘটেছে। বিজয়ী মেসির দেশ আর্জেন্টিনায় আনন্দ উৎসব থেমে নেই। প্রতিদিনই সেখানে চলছে বিজয়ী বীরদের নিয়ে উচ্ছ¡াস ভরা আনন্দস্রোত। কাতার বিশ্বকাপ ফুটবল সমগ্র বিশ্বকে এক কাতারে এনেছে। সকলেই ফুটবলের জোয়ারে ভেসেছে। বিশ্বকাপ ফুটবল মৈত্রী, বন্ধুত্ব, আন্তরিকতা আর মানবতাকে এগিয়ে নিয়েছে।