এফএনএস: নতুন এমপিও কোড পাওয়া (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক অংশ) শিক্ষাপ্রতিষ্ঠানের রেকর্ডপত্র যাচাই কমিটিতে মাউশি মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও কোড পাওয়ার পর প্রতিষ্ঠানের পাঠদান, অ্যাকাডেমিক স্বীকৃতি, এমপিও কোড ও অন্যান্য কাগজপত্র সরেজমিনে যাচাইয়ে কর্মকর্তা মনোনয়ন করা হয়েছে। এছাড়াও ব্যক্তি এমপিও’র ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের সব পরীক্ষার সনদ/মার্কশিট, এনটিআরসিএ’র নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে), এনটিআরসিএ’র সুপারিশ (প্রযোজ্য ক্ষেত্রে) ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্রের মূলকপি সরেজমিনে যাচাই করার জন্য উপজেলা/জেলা বা অঞ্চল পর্যায়ের কমিটিতে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন করা হলো। যেসব কর্মকর্তাদের মনোনয়ন করা হয়েছে তারা হলেন- উপজেলা বা থানা পর্যায়ের কমিটি: সংশ্লিষ্ট উপজেলা বা থানার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (একাধিক সরকারি উচ্চবিদ্যালয় থাকলে সেক্ষেত্রে প্রাচীনতম সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক)। তবে কোনো সরকারি উচ্চবিদ্যালয় না থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা অ্যাকাডেমিক সুপার ভাইজার অথবা সংশ্লিষ্ট উপজেলা বা থানার প্রাচীনতম এমপিওভুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। জেলা পর্যায়ের কমিটি: জেলার প্রাচীনতম সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা সংশ্লিষ্ট জেলা সদরের প্রাচীনতম এমপিওভুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। অঞ্চল পর্যায়ের কমিটি : ঢাকা অঞ্চল: প্রধান শিক্ষক, সরকারি ল্যাবরেটরি হাইস্কুল অথবা এ অঞ্চলে অবস্থিত জেলা শহরের/ বিভাগীয় শহরের প্রাচীনতম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। চট্টগ্রাম অঞ্চল: ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা এ অঞ্চলে অবস্থিত জেলা শহরের/ বিভাগীয় শহরের প্রাচীনতম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। রাজশাহী অঞ্চল: রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক অথবা এ অঞ্চলে অবস্থিত জেলা শহরের/ বিভাগীয় শহরের প্রাচীনতম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। খুলনা অঞ্চল: খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক অথবা এ অঞ্চলে অবস্থিত জেলা শহরের/ বিভাগীয় শহরের প্রাচীনতম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। বরিশাল অঞ্চল: বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা এ অঞ্চলে অবস্থিত জেলা শহরের/ বিভাগীয় শহরের প্রাচীনতম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। সিলেট অঞ্চল: সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অথবা এ অঞ্চলে অবস্থিত জেলা শহরের/ বিভাগীয় শহরের প্রাচীনতম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। রংপুর অঞ্চল: রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক অথবা এ অঞ্চলে অবস্থিত জেলা শহরের/ বিভাগীয় শহরের প্রাচীনতম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। ময়মনসিংহ অঞ্চল: বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা এ অঞ্চলে অবস্থিত জেলা শহরের/ বিভাগীয় শহরের প্রাচীনতম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। কুমিলা অঞ্চল: নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা এ অঞ্চলে অবস্থিত জেলা শহরের/ বিভাগীয় শহরের প্রাচীনতম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।