স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌরসভার রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল সকালে রসুলপুর প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে পৌর কাউন্সিলর ও অত্র বিদ্যালয়ের সভাপতি শেখ শফিক উদ্দৌলা সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, তিনি বলেন যে জাতি যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। প্রাথমিক শিক্ষা মান ভাল না হলে তা দেশের ভবিষ্যত হুমকির মুখে পড়তে পারে। দেশের সকল নাগরিকের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত না করলে দেশ কখনই উন্নতি হবে না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নুরজাহান খাতুন, আব্দুস সালাম, সুরাইয়া খাতুন, নাছিমা ইরানি বানৃ, শাহানাজ পারভীন, শায়লা শারমিন লিজা, সিরাজুম মনিরা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাসহ প্রতিষ্ঠানটিতে অধ্যায়ণরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।