দেবহাটা অফিস \ সাতক্ষীরার বৃহত্তম চিংড়ী মোকাম পারুলিয়ায় র্যাব-৬ ও নির্বাহী অফিসারের সমন্বয়ে পুশ বিরোধী অভিযান ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চালিয়েছে। বুধবার দুপুর তিনটা হতে সন্ধ্যার পূর্ব মুহুর্ত পর্যন্ত পরিচালিত অভিযানে চিংড়ীতে অপদ্রব্য পুশকারী কয়েকজন ডিপোমালিককে জরিমানা সহ পুশ কাজে নিয়োজিত নয়জন কে তিন দিন করে বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ৪৩০ কেজি পুশকরা চিংড়ী, ৭০ কেজি জেলী, ও ৭টি সিরিঞ্জ উদ্ধার পরবর্তি জব্দ করা হয় এবং ভ্রাম্যমান আদালত সেগুলো ধ্বংস করে। ভ্রাম্যমান আদালত পুশকরার অভিযোগে বাবু বিশ্বাসকে পঁচিশ হাজার টাকা জরিমানা করে। এবং আমিন ফিস ও আলিফ ফিস হতে পুশ কাজে কর্মরত নয় জনকে ভ্রাম্যমান আদালত তিন দিনের কারাদ্বন্ড প্রদান করেন। দীর্ঘদিন যাবৎ রপ্তানী যোগ্য চিংড়ীতে জেলি, সাগু, পানি, ভাতের মাড় সহ বহুবিধ সামগ্রী পুশ করে ওজন বৃদ্ধির অশুভ প্রতিযোগিতায় লিপ্ত অসাধু চিংড়ী ব্যবসায়ীদের কেউ কেউ পুশ বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী সহ এলাকাবাসির মাঝে স্বস্তি ফিরেছে।