স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৩টি ব্যাটারী চালিত ভ্যান পিতাপুত্র সহ ৩ চোরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, শহরের অদূরে রইচপুর গ্রামের মৃত লোকমান সরদারের পুত্র মনিরুল ইসলাম ভেদল (৪৫)। তার পুত্র নুরুল ইসলাম (২২) ও খানপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র মো: সাগর হোসেন (২৩)। পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় বকচরা বাইপাস লল চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে তাদের চোরাই ভ্যান সহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।