এফএনএস স্পোর্টস: পিতৃত্বকালীন ছুটিতে থাকায় পাকিস্তান সফরে খেলতে পারেননি স্টুয়ার্ট ব্রড। অভিজ্ঞ এই পেসারকে নিউ জিল্যান্ড সফরের দলে রেখেছে ইংল্যান্ড। তার সঙ্গে আসছে টেস্ট সিরিজের দলে ফিরেছেন ম্যাথু পটস ও ড্যান লরেন্স। নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ইসিবি। জায়গা হয়নি পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া লেগ স্পিনার রেহান আহমেদের। গত জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষেই লর্ডসে টেস্ট অভিষেক হয় পটসের। বেন স্টোকসের নেতৃত্বের প্রথম পাঁচ টেস্টে দুর্দান্ত বোলিং করেন তিনি। ২৮ গড়ে উইকেট নেন ২০টি। অলিভার রবিনসন ফেরায় দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ দুই টেস্টে খেলেননি পটস। পরে পাকিস্তান সফরের দলেই রাখা হয়নি এই পেসারকে। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ খেলেছিলেন লরেন্স। মাঝে নিউ জিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে ছিলেন না তিনি। এখন পর্যন্ত ১১ টেস্ট খেলা মিডল অর্ডার এই ব্যাটসম্যান আবারও ডাক পেলেন। এক বছরের বেশি সময় পর টেস্ট খেলার সুযোগ অলি স্টোনের সামনে। ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে এই পেসার সবশেষ খেলেছিলেন ২০২১ সালের জুনে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত ৩ টেস্ট খেলে তার শিকার ১০ উইকেট। মার্ক উডকে আসছে সিরিজে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা সবশেষ সিরিজ থেকে আরও নেই কিটন জেনিংস, জেমি ওভারটন, লিয়াম লিভিংস্টোন। মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু আগামী ১৬ ফেব্র“য়ারি। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৪ ফেব্র“য়ারি, ওয়েলিংটনে। ইংল্যান্ড টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্র“ক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, উইল জ্যাকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, অলিভার রবিনসন, জো রুট, অলি স্টোন।