স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা খুলনা রোড মোড়ে ভিআইপি মটর শ্রমিক স্ট্যান্ডের পরিচালনা কমিটির নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় শহরের খুলনা রোডমোড়স্থ অস্থায়ী কার্যালয় ভোট গ্রহন শুরু হয়ে বেলা ১২টা শেষ হয়। নির্বাচনে সভাপতি পদে শফিকুল ইসলাম চেয়ার প্রতীকে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী নাছির ইসলাম ছাতা প্রতীকে ১১ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে নজরুল ইসলাম বাঘ প্রতীকে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী নূর ইসলাম গোলাপ ফুল প্রতীকে ৫ ভোট পেয়েছে। সহ-সভাপতি পদে আব্দুল জলিল প্রজাপতি প্রতীকে ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অন্যান্য পদে বিজয়ী হলেন যারা যুগ্ম সম্পাদক আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ আইয়ুব আলী, নির্বাচনে ২৬ জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন। তবে বিভিন্ন পদে ৮ ভোট নষ্ট হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: আবিদুল হক মুন্না।