কালিগঞ্জ ব্যুরো ঃ মৌতলা বাস স্ট্যান্ডের প্রান কেন্দ্রে অবস্থিত লাইসিয়াম প্রি ক্যাডেট স্কুলে ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় স্কুল চত্ত¡রে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী রফিকুল রহমানের সভাপতিত্ব ও স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনারুল ইসলাম, মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির সভাপতি আজগার আলী, সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শেখ মশিউর রহমান, সাঈদ, অভিভাবক শেখ নুরুন্নবী সাইীন প্রমুখ। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইসিয়াম প্রি ক্যাডেট স্কুলে প্রধান প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। ফল প্রকাশ অনুষ্ঠানে শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টুডেন্ট পুরস্কৃত করা হয়। এছাড়া বর্ষসের শিক্ষকদেরকে ও অতিথি বৃন্দদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ।