বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর কেবলা বিংশ শতাব্দির শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সমাজ ভাবনা সংগঠনের সব্যসাচি রূপকার, দেশের অনন্য সাধারণ সেবা প্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, সাহিত্যিক ও চিন্তাবিদ, মুসলিম রেঁনেসার অগ্রদূত, সর্বজন শ্রদ্ধেয় ছুফী-সাধক, ওলী-এ কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিলাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউলা (রঃ) এঁর ১৪৯ তম জন্ম-বার্ষিকী গতকাল ২৪ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় ফ্রি- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (কার্ডিওলজী) সহকারী অধ্যাপকডাঃ এ.বি.এম. রিয়াজ কওছার, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাঃ শরদিন্দু শেখর রায়, হৃদরোগ ইনস্টিটিউটের কনসালটেন্ট ডাঃ অভিজিৎ রায়, হৃদরোগ ইনস্টিটিউটের ডাঃ বিশ্বজিৎ মন্ডল, হৃদরোগ ইনস্টিটিউটের কনসালটেন্ট ডাঃ সুমন কুমার দাস, হৃদরোগ ইনস্টিটিউটেরমেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মো. আদিব আল জাবেদ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হৃদরোগ অভিজ্ঞ ডাঃ মোঃ নাবিউল ইসলাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হৃদরোগ অভিজ্ঞ ডাঃ মোঃ নাবিউল ইসলাম, পিজি হাসপাতালের বাত ব্যাথা বিশেষজ্ঞ ডাঃ শংকর কুমার ঘোষ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আমিনুল ইসলাম আজমীর, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অনিন্দ দাস সৌরভ। ক্যাম্পে হার্ট বিষয়ে ২৬৮, মেডিসিন বিষয়ে ৪৫১জন ও ১৬৯ জনকে বিনামূল্যে ইসিজি করা হয়।