পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিকে সেজার অপারেশনে এক মহিলার করুন মৃত্যু হয়েছে। সরজমিনে গিয়ে জানা যায় গতকাল সকাল ১০টার সময় পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের শেখ বদরুল ইসলাম তার স্ত্রী সম্পা (৩২) কে নিয়ে পায়ে হেটে ক্লিনিকে আসেন। এ সময় ক্লিনিকের মালিক পুলক পাল এর সাথে পরামর্শ করলে তিনি যাবতীয় পরীক্ষা নিরিক্ষা করতে বলেন। ক্লিনিক মালিকের কথা অনুযায়ী স্বামী বদরুল লোকনাথ ক্লিনিকে তার স্ত্রীর সকল পরীক্ষা নিরিক্ষা শেষে গতকাল রবিবার সকাল ১১টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার তানজুম তাবাসুম চায়না ও মোঃ আলমগীর হোসেন অপারেশনটি করেন। এ ব্যাপারে ক্লিনিক মালিক পুলক পাল বলেন সম্পা খাতুন কে ক্লিনিকে ভর্তি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার তানজুম তাবাসুম চায়না ও মোঃ আলমগীর হোসেন এর মাধ্যমে তার সিজার করানো হয়। অপারেশনের সময় বাচ্চাটি সুস্থ্য হওয়ার পরপরই বাচ্চার মা হার্ট এটাক করলে তাকে তাৎক্ষনিকভাবে খুলনায় পাঠানোর সুব্যবস্থা করি। এ্যাম্বুলেন্স যোগে খুলনায় যাওয়ার পতিমধ্যে সম্পা খাতুনের মৃত্যুহলে এ্যাম্বুলেন্স পুনারায় আমার ক্লিনিকে ফেরত আসে।