সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের ক্ষমতা কুক্ষিগতকারী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ দুর্নীতিবাজদের বিচারের দাবীংেত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন আশাশুনি সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ নূরনগর আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন আশাশুনি টঙ্গী ইজতেমায় হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা উলামা পরিষদের মানব বন্ধন সাতক্ষীরায় কৃষি ঋণ কমিটির সভা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার বটিয়াঘাটায় ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার জজ পুত্র শাদমান অর্জন করলেন স্বর্ণ পদক : আন্তর্জাতিক বিশ্বে আলোকিত বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

এ্যাড: তপন কুমার দাস \ সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ও বিশিষ্ট্য কবি শেখ মফিজুর রহমান ও রতœাগর্ভা মাতা রুখসানা রহমান এর পুত্র শাদমান মোকাদ্দেছ আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে আলোকিত করলেন এবং জয় করলেন এড়ষফ সবফধষ (স্বর্ণপদক)। ভারতের পঢ়ং ড়ষুসঢ়রধফং ঋড়ঁহফধঃরড়হ আয়োজিত ওহঃবৎহধঃরড়হধষ ওছ এবহরঁং ড়ষুসঢ়রধফ ২০২১-২২ এ বাংলাদেশ থেকে অংশ নিয়ে দেশের আলোকিত বিচারক পুত্র স্বর্ণপদক প্রাপ্তির গৌরবজনক অংশিদার হলো। দেশের জন্য বিরল সম্মানের কৃতিত্বের অধিকারী শেখ শাদমান মোকাদ্দেছ রহমান বাংলাদেশের সোনার ছেলের প্রতিমুখে পরিনত হলো। বিশ্বব্যাপী এই প্রতিযোগিতায় তার অর্জন বাংলাদেশ বহিঃবিশ্বে বিশেষ সম্মান এবং মর্যাদা লাভ করেছে। আয়োজককারী ভারতের প্রতিষ্ঠানটি স্বর্ণপদক অর্জন কারী শেখ শাদমানকে যখন বাংলাদেশের হয়ে অংশ গ্রহনকারী হিসেবে পরিচিতি জানাচ্ছিল তখন সারা বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের নাম বারবার উচ্চারিত হচ্ছিল। গত ২২ ডিসেম্বর বিশ্ব ব্যাপী অনলাইনে এই প্রতিদ্ব›িদ্বতাময় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উচ্চতায় প্রতিযোগিতায় শাদমানের পষধংং জধহশ ছিল-০১ এবং সে ৭৩.৭৪ নম্বর স্কোর করে অনন্য উচ্চতায় পৌছায়। ৭০ নম্বরের উপরে যারা স্কোর করেছে এবং পষধংং জধহশ এ প্রথম হয়েছে তাদেরকেই কেবল গোল্ড মেডেল প্রদানের ক্ষেত্রে উপযুক্ত করেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারকরা। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অনন্য, অসাধারন সাফল্য অর্জনকারী শাদমান কেবল তার পরিবার বা আত্মীয় স্বজনের জন্য খুশির খবর নয়, গর্বের ক্ষেত্র নয়, দেশ এবং জাতির জন্য বয়ে এনেছেন খুশির বার্তা। শাদমানরা পরিবারের নয়, দেশের সম্পদ। দেশে আরও শাদমান জন্ম নিক, বিশ্ব বিভূইয়ে দেশ সম্মানিত, মর্যাদাবান হোক এমন প্রত্যাশা শুভানুধ্যায়ীদের। এদিকে সাতক্ষীরার বিচার বিভাগের অভিভাবক এর পুত্রের মহা অর্জন, কৃতিত্ব সাতক্ষীরার আদালত পাড়ায় পৌছলে বিশেষ আনন্দ স্রোতের সৃষ্টি হয়। সাতক্ষীরার জন সাধারনও এমন অর্জনে খুশি। আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক বিজয়ী অদম্য কিশোর শাদমান তার এই অর্জন মমতাময়ী রতœা গর্ভা মাতা রুখসানা রহমানকে উৎসর্গ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com