দেবহাটা অফিস \ ঐতিহ্যবাহী দক্ষিন পারুলিয়া সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক হলেন যথাক্রমে দুলাল মন্ডল ও সুকুমার মিস্ত্রী বাচা। মন্দিরের সাথে সংশ্লিষ্ট ভক্ত ও এলাকাবাসির সর্বসম্মতক্রমে তিন বছর মেয়াদী কমিটি গঠিত হয়। শুক্রবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সর্বসম্মত ভাবে কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি মেম্বর অসীম ঘোষ, অশোক কুমার বাঘ, সুধন দাস, দীপঙ্কর সরকার, সুপদ ভুইয়া, পবিত্র বুধুই, সুভাষ ঘোষ, জয়ন্ত মন্ডল, অশোক মন্ডল, রনজিৎ সরকার, সুভাষ চন্দ্র মিন্ত্রী, জগন্নাথ মিত্র, যুগোল মৃধা, অরুন সরকার, নিতাই মন্ডল, মনরঞ্জন বাঘ, অনিমেষ রং, শম্ভুনাথ মন্ডল প্রমুখ। সর্বসম্মত ভাবে গঠিত কমিটির সভাপতি দুলাল মন্ডল ও সাধারন সম্পাদক সুকুমার মিস্ত্রী বাচা মন্দিরটিকে এগিয়ে নিতে, এবং ধর্মীয় অনুষ্ঠান করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন।