বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসিনাকে বিচারের আওতায় আনতেই হবে, ছেড়ে দেওয়া যাবে না: তারেক রহমান কারণে—অকারণে অবরোধ, ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা পুরনো চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে গতি নেই শ্যামনগরে বেড়েছে সরিষার চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে আনন্দের হাসি শ্যামনগরে আওয়ামী লীগের লিফলেট বিতরনকালে আটক দুই কলারোয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ও পুরষ্কার বিতরণ পারুলিয়ায় শিক্ষা পদক ক্রীড়া সাস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াপাড়া জামায়াতের কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

ফাইনালের জন্য অপেক্ষা করুন -ইউক্রেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : রাশিয়াকে ফাইনালের জন্য অপেক্ষা করার আহŸান জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এমন আহŸান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউক্রেনের মাটি থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন ভলোদিমির জেলেনস্কির এই উপদেষ্টা। তিনি বলেন, রাশিয়াকে বাস্তবতার মুখোমুখি হতে হবে। কোনো সেনা সমাবেশ তাদের জয়ী হতে সাহায্য করবে না। টুইটারে দেওয়া পোস্টে মাইখাইলো পোডোলিয়াক বলেন, পূর্ণাঙ্গ সেনাসমাবেশ, মরিয়া হয়ে গোলাবারুদের খোঁজ, ইরানের সঙ্গে গোপন চুক্তি, ল্যাভরভের হুমকি ধামকি কিছুই রাশিয়ার কাজে আসবে না। তাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে। ইউক্রেন শেষ পর্যন্ত রুশ ফেডারেশনকে নিরস্ত্রীকরণ করবে। সমস্ত দখলকৃত অঞ্চল থেকে আক্রমণকারীদের বিতাড়িত করবে। চুপচাপ ফাইনালের জন্য অপেক্ষা করুন। ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, বড়দিনে রাশিয়ার কয়েকশ’ সেনাসদস্যকে হত্যা এবং পাঁচটি ট্যাংক ধ্বংস করতে সমর্থ হয়েছে দেশটির সেনাবাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, গত ফেব্র“য়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত এক লাখ দুই হাজার ৬০০ সেনাসদস্যকে হারিয়েছে রাশিয়া। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান সুবিধাভোগী’ হলো যুক্তরাষ্ট্র। ‘ইউরোপকে আরও পরাধীন করতে’ তারা অঞ্চলটির সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্ক বিনষ্টের ভ‚রাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত করতে এবং এটিকে আরও সহিংস করে তুলতে তাদের পক্ষে সম্ভব সবকিছু করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com