কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় একটি সারকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ও ভবনের ইট, জানালা, দরজাসহ সমুদয় মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুল ইসলাম বলেন.গত ২৩ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়টি ছুটি ছিলো। ওই সময়ের মধ্যে কে বা কাহারা স্কুলের পরিত্যক্ত ভবণের ইট,জানালা,দরজাসহ কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তিনি স্কুল খোলার পরে স্কুলে গিয়ে দেখতে পান বা জানতে পারেন। এরপর তিনি তাৎক্ষনিকভাবে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানান। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জহুরুল ইসলাম লাল্টু জানান-তিনি শুনেছেন যে বিদ্যালয় ছুটি থাকায় কে বা কাহারা রাতের আধারে পরিত্যক্ত ভবনের কিছু নষ্ট টিন চুরি করে নিয়ে গেছে। স্কুলে কোন নৈশ্যপ্রহরী না থাকায় এ ঘটনাটি ঘটেছে বলে তিনি মনে করেন। এমনকি তিনি ও শিক্ষকরা বিষয়টি স্থানায় কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম মোরশেদ আলীকে জানিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএইচএম রোকুনুজ্জামান জানান-তিনি বিষয়টি শুনেছেন এবং অভিযোগ পেয়েছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন।