কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজ্জীবনী ইনস্টিটিউট ম্যাধমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ ও মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় কালিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উজ্জীবনী ইনস্টিটিউট ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, ও উজ্জীবনী ইনস্টিটিউট ম্যাধমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম,প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ তব্বিুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।