স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১২ টায় শহরের ইটাগাছা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এসভিপি ও আঞ্চলিক প্রধান আশিক আহমেদ রাজি। এ সময় তিনি বলেন,ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক আর্থিক সেবার পাশাপাশি অসহায় দুস্থ মানুষের সেবায় নিয়জিত রয়েছেন। এই ব্যাংক থেকে অত্যন্ত আন্তরিক সাথে গ্রাহকদের সেবা প্রদান করা হয়। দেশের সকল দুর্যোগ কালীন সময়ে সরকারের পাশে থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আত্ম মানবতার সেবায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এসএভিপি মুহাম্মাদ মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্যাংকের এফএ ভিপি মনির আহমেদ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান হিসাব রক্ষক আনন্দ কুমার সরকার,মোঃ খালিদ হোসেন, মোঃ সেলিম উদ্দীন, মাওলানা ওসমান গণি, মাওলানা সাইফুল্যাহ প্রমুখ।এর পূর্বে বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা ঋশিল্পী ইন্টারন্যাশনালে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিনসেনজো ফ্যালকানো সহ অন্যান্য নেতৃবৃন্দ।