কেশবপুর (যশোর) প্রতিনিধি \ কেশবপুর উপজেলার ভরতভায়না পশ্চিমপাড়া দ্বিতীয়তলা মসজিদ সংলগ্ন নুরানীয়া মাদ্রাসার উদ্যোগে ও ইতালী প্রবাসী ভারতভায়না গ্রামের কৃতিসন্তান জহুরুল ইসলাম মোল্যার সার্বিক সহযোগিতায় বুধবার রাতে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ¦ ইসমাইল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্টভাষী বক্তা আলহাজ¦ মাওঃ শেখ মাসুদুর রহমান। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন তালা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী আবুল ফজল মোঃ নুরুলাহ। আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোঃ লিটন মিয়া। আরো উপস্থিত থাকবেন ভরতভায়না নুরানীয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম-সহ কমিটির নেতৃবৃন্দ।