আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী কুঁন্দুড়িয়া, পাইথালী, নৈকাটি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষা-২০২২ এর ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল চত্বরে সহকারি শিক্ষক জি এম গাউছুল আজম এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ করেন প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। এসময় সহকারি প্রধান শিক্ষক শুভাষ চন্দ্র মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, গোলাম রব্বানী, টুটুল, স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রকাশিত ফলাফলে সব চেয়ে বেশি নাম্বার পেয়ে স্কুলের প্রথম স্থান অধিকারী মিমসহ প্রত্যেক ক্লাসে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়।