আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ভর্তূকিমূল্যে ৬ জন কৃষককে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান কৃষকদের হাতে এ যন্ত্রগুলো তুলে দেন। কৃষি সেক্টরকে আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে উন্নত করা এবং কৃষকদেরকে স্বল্প সময় ও স্বল্প খরচে কৃষি খাতকে এগিয়ে নিতে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষিযন্ত্র বিতরণ করা হয়। ৭০% ভর্তূকিমূল্যে ৬জন কৃষককে ৪টি পটেটো ডিগার ও ২টি পাওয়ার থ্রেসার প্রদান করা হয়।