প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ দক্ষিণ বঙ্গের হাজারো আলেমের উস্তাদ উস্তাদুল মোকাররম মরহুম আলামা বুরহান উদ্দিনের প্রতিষ্ঠিত দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসার ৬৬ তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে প্রস্তুতি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মাহফিল সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ সাফল্য ভাবে পরিচালনার লক্ষ্যে প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব জি এম মেহেরুলাহ সভাপতিত্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, কলিমাখালি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিলাহ, গোমানতালি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ নুরুল ইসলাম, ইউনিয়ন ডাঃ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ আলহাজ্ব জিয়াউল হক এনায়েত উলাহ, ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক হারুন উর রশীদ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাও: শফিকুল ইসলাম।