স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ। সকাল ৯টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির হলরুমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কে ঘিরে সাতক্ষীরা ইমারত নির্মান শ্রমিকদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ ২৫ পদে লড়ছেন ৫০ প্রার্থী। সভাপতি পদে মোঃ তোফাজ্জেল হোসেন ছাতা প্রতীক এবং আব্দুল বারী তরবারী প্রতীকে লড়ছেন। সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম আনারস ও আব্দুর রাজ্জাক শিকদার বাঘ প্রতীকে লড়ছেন। এই নির্বাচনে ১৪৪১ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. আবুল কালাম আজাদ, সদস্য সচিব এনছান বাহার বুলবুল, সদস্য কাউন্সিলর শেখ সফিউদ্দৌলা সাগর।