আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়নে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। উন্নয়নের সুপার ভাইজার জাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ। এসময় বক্তারা ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজ সেবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন। দিবসটি পালনে সার্বিক সহযোগিতা করেন বিভিন্ন এনজিও সংস্থা।