দেবহাটা অফিস \ দেবহাটার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন বছরের প্রথম দিনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে ঝকঝকে নতুন বই পেয়েছে। উপজেলা সদরের সরকারি পাইলট হাইস্কুলে বই উৎসব ও বিতরনে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন ওসি শেখ ওবায়দুলাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, শিক্ষা অফিসার সাহাজাহান আলী, সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মদন মোহন পাল, শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ¡াস প্রকাশ করেন।