সড়কে সড়কে দূর্ঘটনা, ঘর হতে সুস্থ শরীরে বাইরে আসা মানুষটি সুস্থ শরীরে বাড়ীতে ফিরতে পারবেন এমন নিশ্চয়তা নেই। প্রতি দিনই কোন না কোন সড়ক ও মহাসড়কে থেমেনেই সড়ক দূর্ঘটনা। সড়কে সড়কে লাশ, রক্ত আর আহতদের আত্মচিৎকার সব মিলে সড়ক দূর্ঘটনা এক মহামারী আকার ধারন করেছে। উলেখিত চিত্র আমাদের দেশের সড়ক ও মহাসড়ক গুলোর বাংলাদেশ বর্তমান সময়ে উন্নত এবং আধুনিক দেশ হিসেবে নিজেকে পরিচিত এবং প্রতিষ্ঠিত করেছে। কিন্তু বাস্তবতা হলো দেশের সড়ক ও মহাসড়ক গুলো অবিরাম ঘটেই চলেছে সড়ক দূর্ঘটনা নামক মানব ঘাতক। সড়কে সড়কে নিরাপত্তার পরিবর্তে চরম নিরাপত্তাহীনতায় চলছে দেশের সড়ক ও মহা সড়ক গুলো। সড়ক ব্যবস্থার সাথে সংশ্লিষ্টদের অভিমত এক শ্রেণীর চালকরা অতি দ্রুত গতিতে তথা নিয়ন্ত্রনহীন গতিতে যানবাহন চালনা করায় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যাচ্ছে অর্থাৎ সড়ক দূর্ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। এমন কোন দিন নেই, এমন কোন সময় নেই যে দিনে বা সময়ে দেশের অভ্যন্তরের সড়ক ও মহাসড়ক গুলোতে চলছে না সড়ক দূর্ঘটনা। সড়ক দূর্ঘটনা রোধে কঠোর এবং বাস্তবমুখি আইন প্রনয়ন করতে হবে। এক্ষেত্রে যে বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তা হলো অবশ্যই সনদধারী এবং দক্ষ চালকদেরকে যানবাহন চালনার জন্য মনোনীত করতে হবে। এক্ষেত্রে যানবাহনের মালিকদেরকে বিশেষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাতক্ষীরার বাস্তবতায় চলছে তো চলছেই সড়ক দূর্ঘটনা। এক শ্রেনীর চালক ও যাত্রীরা কোন অবস্থাতেই ট্রাফিক আইন মেনে চলছে না। যা সড়ক দূর্ঘটনার জন্য বিশেষ ভাবে দায়ী। সড়কে সড়কে দূর্ঘটনা নয় নিরাপদ সড়ক চাই আর এটাই বাস্তবতা নিরিক্ষে যথাযথ।