আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় আশাশুনি সদর বাজার চাঁদনী চত্বরে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর পূর্তিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রাসেল হোসেন। সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের সঞ্চালনায় মোবাইল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাহেব আলী, কৃষক লীগ সভাপতি এনএমবি রাশেদ সারোয়ার শেলী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মহিতুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বিপুল, যুবলীগ নেতা তোষিকে কাইফু, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান সাওন, আশরাফুজ্জান তাজ, রাসেল হোসেন, ইমরান হোসেন, ফারুকুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে বণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় চাঁদনী চত্বরে এসে ৭৫ পাউন্ডের কেক কাটার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।