বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যায় উন্নয়ন প্রচেষ্টার প্রসপারিটি প্রকল্পের আয়োজনে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কচুয়া বিএইচবিপি বালিকা বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। প্রসপারিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির এর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকী ফেরদৌস পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া বিএইচবিপি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার (পুষ্টি) আব্দুল মতিন, টেকনিক্যাল অফিসার (জীবিকায়ন) বশিরুল ইসলাম, শাখা ব্যাস্থাপক আমিনুর ইসলাম, সহকারী কারিগরী কর্মকর্তা ওসমান আলী শেখ, মাসুদ রানা, শারিফুর রহমান, টিটপ মন্ডল, হাবিবুলাহ প্রমুখ উপস্থিত ছিলেন। উন্নয়ন প্রচেষ্টা কুল্যা শাখার আওতায় মেলায় রচনা, চিত্র অঙ্কন, কবিতা আবৃত্তি, পুষ্টি বিষয়ে একক অভিনয়, চেয়ার সিটিং, হাড়ি ভাঙ্গা, বাস্কেট বলসহ বিভিন্ন প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।