স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর ফাইনাল খেলা কুষ্টিয়া জেলা বনাম সাতক্ষীরা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা জেলা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১৫২ রান করে। দলের হাসিবুর রহমান ৫৭ রান করে। জবাবে কুষ্টিয়া জেলা ব্যাট করতে নেমে ২৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৭৪ রানে জয়লাভ করে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় সাতক্ষীরা জেলা দলের মোঃ হাসিবুর রহমান। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সাতক্ষীরা অতি: জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রিকেট উপ-কমিটি চেয়ারম্যান কাজী আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ তানজিম কালাম তমাল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ আব্দুল মান্নান, কাজী আক্তার হোসেন, মোঃ লুৎফর রহমান সৈকত, মোঃ রুহুল আমিন, ইকবাল কবির খান বাপ্পি, ফারহা দীবা খান সাথী, শিমুন শামন, সাতক্ষীরা জেলা দলেল প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শক।