প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ শতশত মানুষের অশ্র“সিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক শিক্ষক আব্দুল জলিলের স্ত্রী আয়শা সিদ্দিকা। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? কবির এই কবিতার যথার্থতা ১৪০০ বছর আগে পবিত্র কোরআনে উলেখ আছে। “প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমি ভালো ও মন্দ অবস্থার মধ্যে ফেলে তোমাদের সবাইকে পরীক্ষা করছি, শেষ পর্যন্ত তোমাদের আমার দিকে ফিরে আসতে হবে।” পবিত্র কুরআনের বানি অনুসারে সেটি ঘটছে। লস্করী খাজরা সরঃ প্রাঃ বিদ্যালয়ের সাবেক শিক্ষক কল্যানপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল ঢালীর সহধর্মিণী। দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মাসুম বিলাহ, প্রতাপনগর ইউপি সংরক্ষিত সদস্যা আছিয়া খাতুন, সাতক্ষীরা এন আর বি সি ব্যাংকের কর্মকর্তা রেদওয়ান উলার গর্ভধারিনী মা, আয়েশা সিদ্দিকী মঙ্গলবার রাত ১২ টা ২ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে স্বামী, পুত্র, কন্যা, জামাতা, পোতা- পোতনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বাদ জাহর দুইটায় কল্যাণপুর পূর্ব পাড়া ঈদগাহ্ ময়দানে মরহুমার জানাজা নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা নামাজ পূর্ব বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। কলিমাখালি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিলাহ, সাতক্ষীরা বলী খানজাহান আলী মাদ্রাসার অধ্যক্ষ মোত্তাছিম বিলাহ, এ পি এস কলেজ অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, পাতাখালি আমিনিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন ডাঃ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ জিয়াউল হক এনায়েত, সাবেক শিক্ষক আলহাজ্ব মাওঃ খলিলুর রহমান, আই এস ও কম্পিউটার একাডেমির পরিচালক মাওঃ নুরুল আফছার। ঘুগরাঘাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওঃ নুরুলাহ। সাতক্ষীরা ইসলামী মিশন মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল হামিদ, সাতক্ষীরা এন আর বি সি ব্যাংক ম্যানেজার শামিম রেজা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, হাফেজ, ছাত্র শিক্ষার্থী জনপ্রতিনিধি সহ বিপুল সংখ্যক আলেমেদ্বীন মুসুলিয়ানে কেরাম জানাজা নামাজে অংশ গ্রহণ করেন। পরিচালনা করেন প্রভাষক আল আমিন।